রাষ্ট্রপতির সঙ্গে নতুন বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

বিটিসি নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নব-নিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান।
রবিবার (১৩ জুন) সন্ধ্যায় নতুন বিমান বাহিনী প্রধান বঙ্গভবনে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি নব-নিযুক্ত বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে বলেন, ফোর্সেস গোল-২০৩০ অনুযায়ী বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে চৌকস ও দক্ষ বাহিনীতে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।”
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ, করোনাভাইরাস মোকাবেলায় ত্রাণ বিতরণ, ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
তিনি আশা করেন, নতুন বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী আগামীতে আধুনিক প্রযুক্তি জ্ঞান-সম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত হবে।
নতুন বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
গত ১ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি নিয়ে তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধানের দায়িত্ব দেওয়া হয়। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
রোববার এয়ার মার্শালের র‌্যাংক ব্যাজ পরার পরই বঙ্গভবনে যান আব্দুল হান্নান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
এসএসএফ মহাপরিচালকের সাক্ষাৎ
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি এসএসএফের সব সদস্যকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, ভিভিআইপিদের নিরাপত্তা প্রদানসহ জাতীয় নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসএসএফ।
ভিভিআইপিদের নিরাপত্তা দিতে গিয়ে তাদের জনসম্পৃক্ততা যাতে বিঘ্নিত না হয়, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন রাষ্ট্রপতি।
ইরাকে নিযুক্ত দূতের সাক্ষাৎ
ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্টপতির দিক-নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ ইরাকের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করতে নতুন রাষ্ট্রদূতকে পরামর্শ দেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.