রাশিয়া জানুয়ারিতেই আক্রমণ চালাতে পারে : ইউক্রেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইউক্রেন সীমান্তে রাশিয়া ৯৪ হাজারের বেশি সেনা জড়ো করেছে। তারা সামনের জানুয়ারি মাসের শেষ নাগাদ সামরিক আক্রমণ চালাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ।
আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, তিনি জানিয়েছেন, ইউক্রেন পরিস্থিতি উস্কে দেওয়ার জন্য কিছু করবে না। তবে রাশিয়া আক্রমণ করলে পাল্টা লড়াই করতে প্রস্তুত। দক্ষিণ উপকূলে দুটি নৌ ঘাঁটি নির্মাণের জন্য এগিয়েও যাচ্ছে ইউক্রেন।
দেশটির ন্যাটো মিত্ররা এই বছর ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়ান সৈন্যদের গতিবিধি সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে। পূর্ব ইউক্রেনে উত্তপ্ত সংঘাত প্রকাশ্য যুদ্ধে রূপান্তরিত হতে পারে বলে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.