রাশিয়ায় ফিনল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব, দুই কূটনীতিক বহিষ্কার

বিটিসি আন্তর্জাতিক ডেস্কমস্কোয় নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত আন্তি হেলান্তেরিয়াকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিনল্যান্ডের দুজন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়েছে রুশ সরকার। সিএনএনের প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
ফিনল্যান্ডে রাশিয়ার দূতাবাসের দুজন কূটনীতিককে সম্প্রতি বহিষ্কার করা হয়। এরই প্রতিশোধ হিসেবে রাশিয়া ফিনল্যান্ডের দুজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল বলে জানা গেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ফিনল্যান্ড সরকারের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাশিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে, দূতাবাসের ওই দুজন কর্মকর্তার রাশিয়ায় থাকার অধিকার নেই।’
অন্যদিকে, গতকাল সোমবার ফিনল্যান্ড সরকার ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করার সিদ্ধান্ত নেয়। এর পরপরই সুইডেনও একই সিদ্ধান্তের কথা জানায়।
পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোয় যোগদানে রাশিয়ার কোনো সমস্যা নেই। তবে এ অঞ্চলে সামরিক স্থাপনা ও অবকাঠামো বাড়ানো হলে তার জবাব দেবে রাশিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.