রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ চাই না : বাইডেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ন্যাটোর পূর্ব প্রান্ত সেনা ও যুক্তরাষ্ট্রের ক্ষমতা দিয়ে শক্তি বাড়ানো অব্যাহত থাকলেও ওয়াশিংটন রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ চায় না।
দ্য নিউইউর্ক টাইমসের এক অতিথি নিবন্ধে বাইডেন বলেন, ‘আমি পুতিনের সঙ্গে যতটা দ্বিমত পোষণ করি এবং তাঁর কর্মকাণ্ডকে জুলুম মনে করি, কিন্তু যুক্তরাষ্ট্র তাঁকে মস্কোতে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না।’
আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।
বাইডেন বলেন, ‘যতক্ষণ না যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্ররা আক্রান্ত হয়, আমরা সরাসরি এ সংঘাতে জড়াব না। কিংবা ইউক্রেনে যুদ্ধ করতে বা রাশিয়ার সেনাদের আক্রমণ করতে মার্কিন সেনা পাঠাব না।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইউক্রেনকে নিজেদের সীমান্ত পেরিয়ে গিয়ে আক্রমণ চালাতে উৎসাহ বা সে সক্ষমতা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। শুধু রাশিয়াকে ব্যথা দেওয়ার জন্য আমরা এ যুদ্ধ দীর্ঘায়িত করতে চাই না।’
এদিকে, যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে উন্নত ‘রকেট সিস্টেম’ বা ক্ষেপণাস্ত্র দিতে রাজি হয়েছেন বাইডেন। রাশিয়ার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র।
৭০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার এসব অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র।
বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেম দেবে, যা ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে।
ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা না করার ‘আশ্বাস’ দেওয়ার পর উন্নত প্রযুক্তির এ ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.