রাশিয়ার আরেক জাহাজে নেপচুন মিসাইল ছুড়ল ইউক্রেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণ সাগরের ওডেসা অঞ্চলে রাশিয়ার বুরেভেস্তনিক নামে একটি যুদ্ধজাহাজে ইউক্রেনের করা হামলায় আগুন লেগেছে। এখন সেই জাহাজটি উপকূলের কাছে পুড়ছে।
আজ শুক্রবার (০৬ মে) ইউক্রেনের ওডেসা এন্ড ট্রান্সপোর্ট নামে একটি ইউটিউব চ্যানেল থেকে এমন দাবি করা হয়েছে।  
ওডেসার ওই ইউটিউব চ্যানেল থেকে দাবি করা হয়, বুরেভেস্তনিক যুদ্ধজাহাজ যেটি ন্যাটোর কাছে ক্রিভাক নামে পরিচিত, সেটি স্নেক আইল্যান্ডের কাছে অবস্থান করছিল। এমন সময়ে জাহাজটিতে নেপচুন মিসাইল ছুড়ে ইউক্রেনীয় বাহিনী।
তারা আরও জানিয়েছে, এখন রাশিয়ার যুদ্ধবিমান জাহাজটিকে ঘিরে চক্কর দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত যুদ্ধ জাহাজটির ক্রুদের উদ্ধার করতে দখলকৃত ক্রিমিয়া থেকে রাশিয়ার জাহাজ আসছে।
এদিকে যে স্থানটিতে রাশিয়ার নতুন জাহাজ হামলার শিকার হয়েছে বলে সংবাদ দেওয়া হচ্ছে সেই স্নেক আইল্যান্ডটিতে যুদ্ধের শুরুতেই গিয়েছিল রাশিয়ার জাহাজ। সে সময় সেখানে অবস্থান করা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানান রুশ নৌ কমান্ডার। কিন্তু সেই কমান্ডারকে গালি দেন ইউক্রেনের সেনারা। (সূত্র: আল জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.