রাশিয়ার অস্ত্রগুদামে বিস্ফোরণ চলছেই

বিটিসি আন্তর্জাতিক ডেস্করুশ দখলকৃত ক্রিমিয়ায় দেশটির আঞ্চলিক নেতা সার্জেই আক্সিয়নভ বলেন, ঝানকইয়ের  কাছের একটি অস্ত্রগুদামে বিস্ফোরণ অব্যাহত রয়েছে। চলমান এই বিস্ফোরণ বুধবার এসে পৌঁছেছে।
আক্সিয়নভ বলেন, সর্বশেষ বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে ।
তিনি আরও বলেন, তখনও দুটি জায়গায় আগুন জ্বলছিল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য জানায়। আক্সিয়নভ আরও বলেন, ক্ষয়ক্ষতি কমাতে কার্যক্রম চলছে। বিকেলের মধ্যে সমস্ত অস্ত্রশস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে ফেলার কাজ চলছে।
রুশ কর্তৃপক্ষ জানায়, নাশকতাকারীরা এই সিরিজ বিস্ফোরণের জন্য দায়ী। এই দিকে এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি ইউক্রেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৭৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
কিয়েভ থেকে রুশ বাহিনীর পিছু হটার পর পুতিনের নতুন লক্ষ্য অনুযায়ী দেশটির বাহিনী পূর্ব ইউক্রেন ও দক্ষিণ অঞ্চল পুরো দখল নেওয়ার ঘোষণা দেয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.