রাশিয়াকে ৪০ টারবাইন দিচ্ছে ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। অতিবাহিত হয়েছে ২৪৩ দিন। এর মধ্যে পশ্চিমা দেশগুলো বারবার অভিযোগ করছে, রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে ইরান। সেই সব ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া।
এছাড়া ক্রিমিয়ায় রাশিয়াকে সহায়তা করতে ড্রোন বিশেষজ্ঞ পাঠিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। এসবের মধ্যেই গতকাল রোববার গ্যাসশিল্পে সহায়তা করতে রাশিয়ায় ৪০টি টারবাইন সরবরাহ করার ঘোষণা দিয়েছে ইরান।
ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নৌশাদি বলেছেন, ইরানের শিল্পসংক্রান্ত সফলতা শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোনে সীমাবদ্ধ নয়।
নৌশাদি আরও বলেছেন, গ্যাসশিল্পের জন্য প্রয়োজনীয় সুবিধা ও সরঞ্জামগুলোর ৮৫ শতাংশ ইরানের ভেতরে নির্মিত হয়। ইরান এ সক্ষমতার ভিত্তিতে নিজেদের তৈরি ৪০টি টারবাইন রাশিয়ায় রপ্তানি করতে চুক্তিতে সই করেছে।
তবে দেশ দুইটির মধ্যে কোথায় এই চুক্তি সই হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি। পাশাপাশি ইরান এসব টারবাইন রাশিয়ায় কবে সরবরাহ করছে তা স্পষ্ট করেনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.