রাশিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, নিহত-৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে তিন জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো একজন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, এই পাইপলাইনটির মাধ্যমে ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয়।
জরুরি পরিষেবা বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, কাজানের ভলগা শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে কালিনিনো গ্রামের কাছে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে পাইপলাইনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
১৯৮০-এর দশকে নির্মিত পাইপলাইনটি সুদজা মিটারিং পয়েন্টের মাধ্যমে ইউক্রেনে প্রবেশ করেছে। এটি বর্তমানে ইউরোপে রুশ গ্যাস পাঠানোর প্রধান রুট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.