রাশিয়ার ২০ কিলোমিটার ভেতরে ইউক্রেনীয় বাহিনী, সরানো হলো ৭৬ হাজার মানুষকে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল থেকে ৭৬ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়েছে রাশিয়া। চলতি সপ্তাহে অঞ্চলটিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর অনুপ্রবেশের পর এ পদক্ষেপ নিল দেশটি।
শনিবার (১০ আগস্ট) স্থানীয় জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
২০২২ সালে যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার কুরস্ক অঞ্চলের ২০ কিলোমিটার অভ্যান্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। সেখানে বর্তমানে হাজার হাজার ইউক্রেনীয় সেনার বিরুদ্ধে তীব্র যুদ্ধ করছে রুশ সেনারা।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে ঢুকে ইউক্রেনীয় বাহিনীর নজিরবিহীন হামলা শনিবার পঞ্চম দিনে গড়য়েছে। এরইমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর ২০ কিলোমিটার অগ্রসর হয়েছে বলে জানা যাচ্ছে।
গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন। আড়াই বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা।
ইউক্রেনের হামলার মুখে গতকাল ইউক্রেন সীমান্ত লাগোয়া তিনটি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। মস্কো এ হামলাকে ‘সন্ত্রাসবাদবিরোধী অভিযান’ হিসেবে বর্ণনা করছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাঁচ দিনে রাশিয়ার ভেতরে ২০ কিলোমিটারের বেশি অগ্রসর হয়েছে ইউক্রেনীয় বাহিনী। বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। অঞ্চলটিতে আতঙ্ক ছাড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কুরস্কের সড়কে রাশিয়ার অন্তত ১৫টি সামরিক যান ধ্বংস হয়ে পড়ে রয়েছে। সামরিক যানগুলোতে হতাহত রুশ সেনাদেরও দেখা যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.