রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে সাফল্যের খবর দিলো ইউক্রেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রুশ অধিকৃত অঞ্চল পুনরুদ্ধারের পাল্টা আক্রমণে কিছু সাফল্যের কথা জানিয়েছেন ইউক্রেন। কিয়েভ জানিয়েছে, পূর্ব এবং দক্ষিণে অভিযানে দখলদাররা পিছু হটেছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানায়, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে এই আংশিক সাফল্য এসেছে। দীর্ঘদিন ধরে শহরটি লড়াইয়ের কেন্দ্রবিন্দু। আজভ সাগরের দক্ষিণে এখন অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় সেনারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘দখলদারদের ধ্বংস করে দেওয়ার জন্য সেনাদের আন্তরিক ধন্যবাদ। এমন সাফল্য এখন সব ইউক্রেনীয়দের কাছ থেকে প্রয়োজন।’
জেনারেল স্টাফ রিপোর্টে বলা হয়েছে, অভিযান চালিয়ে প্রতিরক্ষা বাহিনী বাখমুতের দক্ষিণে আংশিক সাফল্য পেয়েছে। রুশ সেনাদের হটিয়ে সে অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে ইউক্রেনীয় সেনারা।
এদিকে রাশিয়ার দাবি, তাদের সেনারা বাখমুতের কাছে ইউক্রেনের হামলাগুলোকে প্রতিহত করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.