বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হায়ুন দাবি করেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর পাশে থেকে তাদের হয়ে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারা।
কিম ইয়ং-হায়ুন মঙ্গলবার (৮ অক্টোবর) জানিয়েছেন, তিনি ইউক্রেনীয় মিডিয়ার একটি রিপোর্ট দেখেছেন, যেখানে ৩ অক্টোবর দোনেৎস্কের কাছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাদের উত্তর কোরিয়ার সেনা হওয়ার সম্ভাবনা প্রবল।
এই অভিযোগ পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সম্পর্ক জোরদারের চুক্তির প্রেক্ষাপটে এসেছে। এর আগে থেকেই অভিযোগ ছিল যে, উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করছে। তবে এই অভিযোগ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বরাবরই অস্বীকার করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী কিম আরও জানান, পরিস্থিতি যাচাই করা হচ্ছে এবং ইউক্রেনে উত্তর কোরিয়ার অফিসার ও সেনা হতাহতের ঘটনা সত্য হওয়ার সম্ভাবনা খুব বেশি। এমনকি উত্তর কোরিয়া আরও সেনা পাঠাতে পারে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া। এটি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে পারস্পরিক সামরিক চুক্তির অংশ হতে পারে, যা সেনা আদান-প্রদানের সুযোগ তৈরি করছে।
গত বছরের সেপ্টেম্বরে ভ্লাদিভোস্তকে কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের পর দুই দেশ একে অপরকে সহযোগিতার ব্যাপারে সম্মত হয়। এরপর খবর বের হয় যে, উত্তর কোরিয়া রাশিয়াকে গোপনে মিসাইল এবং আর্টিলারি শেল সরবরাহ করতে রাজি হয়েছে, আর বিনিময়ে পুতিন উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র এবং মিসাইল প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর গত জুনে পুতিন পিয়ংইয়ং সফর করেন, যেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.