বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। এই শোধনাগারটি রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা।
এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ড্রোন হামলার ফলে শোধনাগারটির একটি অংশে আগুন ধরে গিয়েছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এই হামলাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে।
রাশিয়ার-ইউক্রেন সীমান্ত থেকে উফা শহরের দূরত্ব প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার। যে তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে, সেটির মালিক রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি বাশনফ্ট।
বাশকোরতোস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ টেলিগ্রামে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আজ বাশনফ্টের তেল শোধনাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। শোধনাগারটি লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়া হয়েছিল। একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে, অন্যটি শোধনাগারে আঘাত হেনেছে।’
‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি বিমান আকৃতির ড্রোন শোধনাগারের একটি অংশে আছড়ে পড়ে এবং এরপর বিস্ফোরণ ঘটে। এ সময় ওই অংশে আগুন ধরে গিয়েছিল, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলায় কেউ নিহত বা আহত হননি। শোধনাগারটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা খুব বেশি গুরুতর নয়।’
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার জ্বালানি সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। ২০১৬ সালে রাশিয়ার প্রেসিডেন্টর দপ্তর ক্রেমলিন বাশনফ্টের এই শোধনাগারটিকে দেশের অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই শোধনাগারটিতে ১৫০ ধরনেরও বেশি তেলজাতীয় পণ্য উৎপাদিত হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.