রাশিয়ায় ২২ আরোহী নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের কেউ বেঁচে নেই

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সূদূর পূর্বে ২২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ রোববার পাওয়া গেছে পাওয়া গেছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।
দেশটির জরুরি পরিষেবা বার্তাসংস্থা তাসকে বলেছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষে প্রাণের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এখন পর্যন্ত ১৭ জনের মৃতদেহ পাওয়া গেছে। ২২ আরোহীর বেশিরভাগই ছিলেন পর্যটক।
গত শনিবার দেশটির কামচাটকা উপদ্বীপে ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি ঘাঁটি থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয় হেলিকপ্টারটি।
বিবিসি বলছে, জনপ্রিয় ওই পর্যটনস্থল সক্রিয় আগ্নেয়গিরির জন্য বিখ্যাত। তবে শনিবারে রাশিয়ার ওই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ স্পষ্ট নয় এখনো।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামেকামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানান, এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটিতে ১৯ যাত্রী ও ৩ ক্রু ছিল। রোববার সকালে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.