রাশিয়ায় যাচ্ছেন মালয়েশিয়ার রাজা, মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ৬ আগস্ট মস্কোতে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে দেখা করবেন। এ সময় দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে।
শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভ্লাদিমির পুতিন এবং সুলতান ইব্রাহিমের মধ্যে ৬ আগস্ট মস্কোতে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই নেতা রাশিয়া-মালয়েশিয়ার সম্পর্ক আরও উন্নত করা এবং বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।’
বার্তা সংস্থা তাস জানিয়েছে, মালয়েশিয়ার নেতা ৫ থেকে ১০ আগস্ট রাশিয়া সফর করবেন। এর আগে গত ১৪ মে ক্রেমলিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক বৈঠকে পুতিন রাজাকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ উল্লেখ করেছেন, ক্রেমলিন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। পুতিন ও মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধানের মধ্যে আসন্ন আলোচনার জন্য অনেক কিছু প্রস্তুত করা হচ্ছে।
মালয়েশিয়া একটি ফেডারেল নির্বাচনী রাজতন্ত্র। সর্বোচ্চ শাসক রাজা, ফেডারেশন গঠনকারী নয়টি রাজ্যের সরকার পাঁচ বছরের মেয়াদের জন্য তাকে নির্বাচিত করেন। ২০২৪ সাল থেকে জোহরের সুলতান ইব্রাহিম ইবনে ইস্কান্দার এই পদে অধিষ্ঠিত রয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.