রায়গঞ্জে ২ যুগ পর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি: রায়গঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি দীর্ঘ প্রায় দুই যুগ পর গঠিত হয়েছে। মোঃ শাহিনুর রহমান ভূঁইয়াকে আহবায়ক করে ৩১ সদস্য এ কমিটিতে একজন সিনিয়র যুগ্ন-আহবায়ক অপর ৫ জনকে যুগ্ন-আহবায়ক রাখা হয়েছে।

জেলা সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর স্বাক্ষরিত এ আহবায়ক কমিটি চলতি মাসের ২৫ তারিখে পাশ হয়েছে বলে জানা গেছে।

এ আহবায়ক কমিটি প্রকাশ হওয়ার পর পরই রায়গঞ্জ উপজেলা বিএনপির প্রবীন ও ত্যাগী নেতাদের মাঝে কিছুটা ক্ষোভ দেখা যায়। নানামুখি আলোচনা শুরু হলেও করোনার ও বন্যার কারণে তা অল্প সময়েই চুপষে যায়।

নেতাকর্মিরা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এমনিতেই দীর্ঘ সময় বিএনপি ক্ষমতায় নেই,ফলে বিচ্ছিন্ন হয়ে আছে নেতাকর্মীরা। এর মাঝে জেলা নেতৃবৃন্দ এ কমিটি নিয়ে কোন বিরোধীতা না করার জন্য সতর্ক করে দিয়েছে বলেও জানা গেছে। দীর্ঘ প্রায় ২ যুগ পর এ কমিটি গঠন হওয়ায় অনেক নেতাকর্মিদের মাঝে চাঞ্চল্য দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির এক নেতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এ কমিটি তৈরিতে উপজেলার নেতৃবৃন্দের কোন মতামত নেয়া হয়নি। অনেক ত্যাগী নেতা থাকলেও আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা মেলেনি তাদেরকেও এ কমিটিতে রাখা হয়েছে। তবে আগামীতে এ কমিটি ভাল কাজ করবেও বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, কমিটি গঠনে বিলম্ব হলেও সবিশেষ জেলার যুবদল নেতারা একটা ভাল আহবায়ক কমিটি উপহার দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল বাতেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটি নিয়ে মন্তব্য করার ব্যাপারে অফিশিয়ালী নিষেধাজ্ঞা রয়েছে।

উল্লেখ্য, এই দীর্ঘ সময়ে উপজেলার ত্যাগী দুই নেতা ভিপি আয়নুল হক ও জাহিদুল ইসলামের নিয়ন্ত্রনে ছিল উপজেলা যুবদল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.