রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুন) সকাল থেকে আজ শনিবার  (১৯ জুন) সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, মৃতদের তিনজন করোনা পজিটিভ। এরমধ্যে রাজশাহীরই ৩ জন। এছাড়াও একজন করোনামুক্ত হওয়ার পর মারা গেছেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বাকিরা করোনার উপসর্গে মারা যান। এরমধ্যে রাজশাহী ২ ও চাঁপাইনবাবগঞ্জের ৪ জন।
এ নিয়ে চলতি মাসের ১৮ দিনে (১ জুন থেকে ১ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯৩ জন। এর মধ্যে ১০৫ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা উপসর্গে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৬ জন। শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৩০৯ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩৬৫ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৪৯ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামেক হাসপাতালের পরিচালক জানান, গতকাল শুক্রবার (১৮ জুন) রাজশাহীর দুইটি ল্যাবে চার জেলার মোট ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ১৯২ জনের। এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহীতে শনাক্তের হার ৩০ দশমিক ৫ শতাংশ। নওগাঁ ৪২ দশমিক ২৫ শতাংশ।
তিনি জানান, করোনা ও উপসর্গে গত ১ জুন সাত, ২ জুন সাত, ৩ জুন নয়, ৪ জুন ১৬, ৫ জুন আট, ৬ জুন ছয়, ৭ জুন ১১, ৮ জুন আট, ৯ জুন আট, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন চার, ১৩ জুন ১৩, ১৪ জুন ১২, ১৫ জুন ১২, ১৬ জুন ১৩, ১৭ জুন ১০, ১৮ জুন ১২ ও ১৯ জুন ১০ জন মারা যান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো: মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.