রামেক হাসপাতলে রোগীর স্বজনদের ভাঙচুর, হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে নার্সদের বিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসা অবহেলার অভিযোগে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত নার্সদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে বিক্ষোভ করছেন নার্সরা। এ ঘটনার প্রতিবাদে অঘোষিত কর্ম বিরতিতে চলে গেছেন নার্সরা। তারা হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরে এ ঘটনায় ঘটনাস্থল থেকে রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা তিনজনকে আটক করেছে।

রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিটিসি নিউজকে জানান, হাসপাতালের ৮নং ওয়ার্ডে রোগীকে স্যালাইন দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। এ সময় ওই ওয়ার্ডের জানালার কাঁচও ভাঙচুর করেছেন রোগীর বিক্ষুব্ধ স্বজনরা। পরে হাসপাতাল বক্স পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তারা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.