কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে এবার কুরিয়ার সার্ভিসের গাড়ি তল্লাশি করে ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৫টার দিকে শহীদ এটিএম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্টে এ অভিযান চালানো হয়। রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার কুকআলী গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৪), গাইবান্ধা জেলার শাখাটা থানার পটল পবণ তাহির গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. জামিল আহম্মেদ (২০) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মমিনুল হকের ছেলে রাহাত সরোয়ার (১৯)। তাদের মধ্যে মাসুদ রানা কাভার্ডভ্যানের চালক।
লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান বিটিসি নিউজকে জানান, শনিবার বিকেলে টেকনাফ ছেড়ে আসা চট্টগ্রামগামী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে মাদক পাচারের খবর পায় বিজিবি। এতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্টে বিজিবির সদস্যরা টেকনাফের দিক থেকে আসা যানবাহনে তল্লাশি চালায়। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান সেখানে পৌঁছালে থামার নির্দেশ দেন।
পরে গাড়িতে থাকা তিনজনের আচরণ সন্দেহজনক মনে হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকপাচারের তথ্য অস্বীকার করেন। এ সময় কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক।
Comments are closed, but trackbacks and pingbacks are open.