রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরির সময় ২ চোর আটক

বাগেরহাট প্রতিনিধি: মোংলা-খুলনা মহাসড়কের পাশে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট (রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) থেকে তার চুরির সময় দুই চোরকে আটক করেছে আনসার সদস্যরা।
বুধবার (১৫ মার্চ) সকালে বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে ৫০ কেজির অধিক কপার ক্যাবল, একটি ক্যাবল কাটার ও একটি স্মার্ট ফোন জব্দ করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার সেনাকুর গ্রামের ফিরোজ শেখের ছেলে ইউসুফ শেখ (২৪) ও আদাঘাট গ্রামের বারেক গাজীর ছেলে ইমরুল গাজী (৩৫)।
তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বিটিসি নিউজকে বলেন, উদ্ধার করা মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে এবং রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই নিয়ে ২০২২ সালের মে মাস থেকে ৫৩টির অধিক অভিযানে প্রায় ৬৪ লাখ ৫৭ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল ও ৪৩ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.