রামগতিতে শিশুকে বাঁচাতে গিয়ে চাল বোঝাই ট্রাক পুকুরে
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে একটি শিশুকে বাঁচাতে গিয়ে চাল বোঝাই একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। ওই ট্রাকে জেলেদের সহায়তার ১৭ মেট্রিক টন চাল ছিল। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বিটিসি নিউজকে জানান, বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকায় ইউনিয়নে দুই হাজার তিনশ পরিবারের জন্য সরকারি সহায়তার ৯২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
জেলেদের মধ্যে বিতরণের জন্য ১৭ মেট্রিক টন চাল উপজেলা সদর আলেকজান্ডার খাদ্য গুদাম থেকে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক বিটিসি নিউজকে জানান, ঈদ উপলক্ষে বিশেষ বরাদ্দে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই চালের পরিবর্তে আরও ভালো চাল সরবরাহ করা হবে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.