রাবি হারালো আরও একমেধাবী শিক্ষার্থী
রাবি প্রতিনিধি: কোষ্ঠকাঠিন্যে রোগে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহাদাত হোসেন নামের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে (রামেক)চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন থেকে তিনি এ রোগে ভুগছিলেন। শাহাদাত হোসেন বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস্ সায়েন্স এ-ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন।তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার পানবাড়ী গ্রামের রুহুল আমিন প্রধানের ছেলে।
শাহাদাত বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
এবিষয়ে শাহাদাতের সহপাঠি রাকিবুল হাসান বিটিসি নিউজকে জানান, প্রায় চার বছর আগ থেকে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছিলেন। শাহাদাত প্রথম থেকেই চিকিৎসা নিয়ে আসছিলো। এজন্য গত ৭জানুয়ারি রামেক হাসপাতালে অপারেশনও করান। অপরশেন করার পর থেকে বিনোদপুরে বাবা মায়ের সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতো শাহাদাত। কিন্তু গত শুক্রবার থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ফের রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
তবে আজ (রোববার) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক এম আসাদুল হক বলেন,বেশ কিছুদিন থেকে ছেলেটি অসুস্থ ছিলো। অসুস্থতার কারনে আমরা বিভাগ থেকে যথাসম্ভব সুযোগ-সুবিধা দিয়েছিলাম।কাল রাতে অপারেশন হলে তখন পর্যন্ত সুস্থ ছিলো। আজ ভোরে অসুস্থতা বেশি হয় এবং সেখানেই মৃত্যুবরণ করে। তিনি আরও বলেন, আজ ভোর থেকে আমি হাসপাতালেই আছি।
শাহাদতের লাশ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি।#
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রা.বি. প্রতিনিধি আহমেদ ফরিদ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.