নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সায়মা হোসাইন নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (২৬ অক্টোবর) এ ঘটনা ঘটে।
তবে ছাত্রীর মৃত্যুর কারণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুই কর্মকর্তার বক্তব্যের মধ্যে ভিন্নতা পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সাঁতার কাটার সময় সায়মা পানিতে ডুবে যান। তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোখসানা বেগম টুকটাকি ছাত্রীর মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাককে ইঙ্গিত করেছেন।
তিনি বলেন, সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সায়মা অনুশীলন করছিলেন। দুই রাউন্ড সাঁতরানোর পরই তিনি হার্ট অ্যাটাক করেন।
মৃত সায়মা হোসাইনের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

















