রাবি শিক্ষার্থী তরিকুলের উপর হাতুড়ি হামলার এক বছর বিচার দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

রাবি প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা সংষ্কার আন্দোলনে অংশ নেওয়া তরিকুলের উপর ছাত্রলীগের সশস্ত্র হাতুড়ি হামলার একবছর অতিক্রম হয়েছে। গত বছরের ২জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের একটু পাশে ছাত্রলীগের অতর্কিত হামলায় হাতুড়ির আঘাতে ভেঙ্গে যায় তার পা ও কোমড়ের হাড়। এরপর তিনবার অস্ত্রপচার করা হয়েছে। তবে এখনও স্বাভাবিকভাবে হাঁটতে পারছেনা।

এদিকে ঘটনার এক বছর পার হলেও ধরা ছোয়ার বাইরে হামলাকারীরা। নেওয়া হয়নি বিশ^বিদ্যালয় থেকেও কোন ব্যবস্থা। ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার (২জুলাই) রাবি শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করেছে রাবি শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা ঘটনার এক বছর পার হলেও ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করে। এছাড়াও তরিকুলের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন।

জানতে চাইলে তরিকুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনবার অস্ত্রপচার করা হয়েছে তবে এখনও ক্রেচে ভর দিয়ে দাড়াতে হয়, বেশিক্ষণ বসে থাকতে পারি না, পায়ের অবস্থাও ভালো নয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্যে হামলার ঘটনার এক বছর পূর্ণ হয়েছে আজ। প্রশাসনকে অভিযোগ দেওয়া হলেও তারা ব্যবস্থা নিতে পারেনি।

এদিকে হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলছেন, এক বছর আগের কথা। অভিযোগটি কার কাছে দিয়েছে তা আমার জানা নেই। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগটা খুঁজে দেখতে হবে।

উল্লেখ্য, গত বছরের ২০১৮ সালের ২ জুলাই কেন্দ্রীয় কোটা সংস্কার আন্দোলন এর পূর্বোঘোষিত কর্মসূচি অনুযায়ী পতাকা মিছিল সফল করতে গেলে রাবি প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ। হাতুড়ি দিয়ে মেরুদন্ড ভেঙ্গে দেয় রাবি শিক্ষার্থী তরিকুলের। গুরুতর আহত তরিকুল এক বছর যাবৎ চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হতে পারে নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর  রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.