রাবি ভর্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতায় রাজশাহীস্থ দামুড়হুদা থানা সমিতি

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ ‍শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ ‍ও ২২ অক্টোবর। ভর্তি পরীক্ষার্থীদের আবাসনসহ বিভিন্ন সাহায্য সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে থাকবে রাজশাহীস্থ দামুড়হুদা থানা সমিতি,রাজশাহী।
# সার্বিক সহযোগিতায়ঃ মুজাহিদ হোসেন (সাধারণ সম্পাদক) ০১৯৯৭৯১৪৬২১,
# মেহেদী হাসান রয়েল (সহ-সভাপতি) ০১৭০১০৪১৩৮২,
# আজম হোসেন (সহ-সভাপতি) ০১৭২৬৫৯১৮২৩,
# সায়মা আফসানা শুচি (যুগ্ম সাধারণ সম্পাদক) ০১৭০১০৪৯২৩২,
# মাকসুদ রহমান (সহ প্রচার সম্পাদক) ০১৯২১৯৫৩৪৩৩,
# সাদিয়া ইসলাম দোলা (সদস্য) ০১৭০৩২৪৬৫৮৩,
# রাসেল আহমেদ (সদস্য)  ০১৭১০৭৪৭২৫১।
থানা সমিতি’র সভাপতি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এম আব্দুল আলীম বাবু বিটিসি নিউজকে বলেন, ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সে লক্ষে পূর্ব প্রস্তুতি শেষ করেছে সমিতির সদস্যরা।
প্রসঙ্গত:  আগামী ২১ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত ইউনিট এ গ্রুপ- ১ (রোল ১০০০১ – ২৫৫৬৫ পর্যন্ত), সকাল ১১টা ৪৫ থেকে ১টা ৩০ পর্যন্ত) এ ইউনিটের গ্রুপ -২ (রোল ৫০০০১ – ৬৫৫৬৪ পর্যন্ত) বিকাল ৩টা থেকে ৪টা ৪৫ পর্যন্ত ইউনিট বি গ্রুপ- ১ (বাণিজ্য) (রোল ১০০০১ থেকে ১৮৬৩৭), ইউনিট বি এর গ্রুপ-২ (অ- বানিজ্য) (রোল ৮০০০১ থেকে ৮৭০৯৫ পর্যন্ত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.