রাবি প্রশাসনের অপসারণ দাবিতে শিক্ষকদের ধারাবাহিক আন্দোলন
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে ‘স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে প্রশাসনের অপসারণ দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ‘দুর্নীতিবিরোধী শিক্ষকসমাজ’।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ র্যালি করেন শিক্ষকরা।
আন্দোলনকারী শিক্ষকদের একজন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের যত দুর্নীতি ও অনিয়ম আছে তার খুব অল্প পরিমান গণমাধ্যমের সাহায্যে জাতির সামনে এসেছে। এর আড়ালে রয়েছে আরও বৃহৎ দুর্নীতি ও অনিয়মের তথ্য। স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিবাজ এই প্রশাসনের অপসারনের জন্য আমরা আরও বড় পরিসরে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করছি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের একটি আন্তর্জাতিক সম্মেলনে ‘জয় হিন্দ’ শ্লোগান দেয়া ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার আইন বিভাগের এক চাকরি প্রত্যাশীর স্ত্রীর সাথে অর্থ লেনদেন সম্পর্কিত ফোনালাপ ফাঁসের পর ‘স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিবাজ প্রশাসনের অপসারণ চাই’ ব্যানারে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী শিক্ষকসমাজ।
এরপর বিভিন্ন কর্মসূচি দেন তারা। আন্দোলনের ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার র্যালি ও প্রতিবাদ সমাবেশ করবে বলে জানান আন্দোলনকারীরা। ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে তারা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.