রাবি ছাত্রলীগ নেতা মেজবাহুলের উদ্যােগে ত্রাণ বিতরণ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি মেজবাহুল ইসলাম নিজ উদ্যোগে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কয়েকটি গ্রামে করোনার কারণে কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করেছেন।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার কয়েকটি গ্রামে ৮০ টি পরিবারের মাঝে পাচ কেজি করে চাউল, দুই কেজি করে ডাউল, দুই কেজি করে আলু, একটি করে সাবান ও দুই লিটার তেল বিতরণ করেন তিনি।
জানতে চাইলে মেজবাহুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় আমার নিজ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমি বাসাতেই অবস্থান করছি। বাসাতে অবস্থান করার কারণে আমি আমার ক্যাম্পাসের ২মাসের খরচ দিয়ে আমার নিজ উপজেলার অসহায় দরিদ্র ও মধ্যবিত্ত ৮০ টি পরিবারের মাঝে এই দুঃসময়ে বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কিছু খাদ্যসামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
পরিস্থতির উপর নির্ভর করে এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এছাড়া তিনি বলেন করোনার কারনে কর্মহীন মানুষের পাশে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসতে আহ্বান জানান।
প্রসঙ্গত, করেনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন সনাক্ত আরও ১১২ জন। এ পর্যন্ত সর্বমোট ৩৩০ জন আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১ জন। এ পর্যন্ত মোট মৃত্যু ২১ জন। আজ বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.