নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট ‘আংশিক পূর্ণাঙ্গ’ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হলে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেজে কমিটি প্রকাশ করা হয়।
শাখা কমিটিতে সভাপতি হয়েছেন, সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।
সিনিয়র সহসভাপতি হয়েছেন, শাকিলুর রহমান, আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
কমিটিতে রয়েছেন, ২৫ জন সহসভাপতি, ২৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ২৩ জন সহসাংগঠনিক সম্পাদক।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন, মাহমুদুল মিঠু।
এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন, আর রাফি খান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, ছাত্রীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী এবং আইনবিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে আংশিক কমিটি দেওয়া হয়েছে।
তবে কোনো ছাত্রী হলে কমিটি ঘোষণা করা হয়নি।
শাহ্ মখদুম হলেন, সভাপতি যুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক মোশারফ হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে সভাপতি আবদুল্লাহ আল মোবারক ও সাধারণ সম্পাদক রেজোয়ান ইসলাম, শেরেবাংলা ফজলুল হক হলে সভাপতি মারুফ হাসান ও সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ।
বিজয়-২৪ হলেন, সভাপতি গাজী ফেরদৌস হাসান ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাকিব, মাদার বখ্শ হলে সভাপতি কাজী তানভীর আহসান ও সাধারণ সম্পাদক সাইক রহমান, শহীদ জিয়াউর রহমান হলে সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইমুন ইবনে অরন।
শহীদ হবিবুর রহমান হলেন, সভাপতি হাবিবুল বাশার প্রিন্স ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান, মতিহার হলে সভাপতি হাসিম রানা ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নিশাত, সৈয়দ আমীর আলী হলে সভাপতি মেহেদী হাসান বিশ্বাস ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ।
নবাব আবদুল লতিফ হলেন, সভাপতি মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক মৃদুল হোসেন এবং শহীদ শামসুজ্জোহা হলে সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ার।
হল কমিটিগুলোকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
এর আগে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত তিন নেতার শাস্তি প্রত্যাহার করা হয়।
তাঁরা নবঘোষিত কমিটিতে নতুন পদ পেয়েছেন, এর মধ্যে আহসান হাবিব ও ফারুক হোসেন হয়েছেন সহসভাপতি এবং হাসিবুল হাসান হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.