রাবির শাহ মখদুম হল এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ তম দুইদিন ব্যাপি আন্ত:কলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতায় ৮ বারের অপরাজিত চ্যাম্পিয়ন জিয়াউর রহমান হলকে হারিয়ে ছেলে হলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল। গতকাল বুধবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন হলের প্রাধ্যক্ষদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান।

সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়ন শাহ মখদুম হলের পক্ষে শিক্ষার্থীরা মোট ৯টি গোল্ড, ৩টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জ পদক লাভ করেছেন।

এদিকে মেয়ে হলগুলোর মধ্যে টানা তিনবারের মতো এগিয়ে আছে রোকেয়া হল। তারা ৭ টি গোল্ড, ৫ টি রৌপ্য এবং ৩ টি ব্রোঞ্জ পদক পেয়েছে। মেয়ে হলের মধ্যে রানার্স আপ হয়েছে মুন্নুজান হল।

বিশ্ববিদ্যালয় শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আরিফুর রহমান বলেন, ১১ টি ছেলে হলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়াটা অত্যন্ত গর্বের। হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি সম্ভব হয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া শিক্ষার্থীরা কিভাবে আরও ভালো করতে পারে সেদিকে নজর দিব।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে দুইদিন ব্যাপি এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবারের প্রতিযোগিতায় ছেলেদের ১৯টি ও মেয়েদের ১১টি ইভেন্টে মোট ১৯টি দলের প্রায় ২০০ জন খেলোয়াড় অংশ নেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.