রাবি’র ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে যুবকের কারাদণ্ড

 

রা.বি. প্রতিনিধি: আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন এ আদেশ দেন।

আটক যুবকের নাম মো. মুনসুর রহমান। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা। মুনসুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল। অন্যের পরিবর্তে পরীক্ষা (প্রক্সি) দিতে এসে তিনি আটক হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বিটিসি নিউজ রা.বি. প্রতিনিধিকে বলেন, ‘সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ‘বি-২’ ইউনিটের পরীক্ষা চলাকালে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর থেকে ওই শিক্ষার্থী আটক করা হয়। মুনসুর অনের পরিবর্তে প্রক্সি দিতে এসেছিল।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের শাস্তি দেওয়া হয়।’#

Comments are closed, but trackbacks and pingbacks are open.