রাবির প্রধান সড়কে ‘সতর্ক চিত্র’ অঙ্কন করলো মিঠুন

রাবি প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর ও কাজলা গেট সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে সতর্ক চিত্র অঙ্কন করেছে ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র মোহন্ত। জন-সচেতনতা বৃদ্ধি করতে আজ রোববার ভোর ৭টায় নিজ উদ্দ্যোগে তিনি প্রধান সড়কের জেব্রা-ক্রোচিং এর পাশে এ চিত্র অঙ্কন করেন।

এমন উদ্দ্যোগ নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রধান সড়কে যানবাহনগুলো অনেক দ্রুত গতিতে চলাচল করে। আর এ কারনে সড়কে দুর্ঘটনাও অনেক বেশি হয়। নিরাপদ সড়কের দাবিতে এর আগেও অনেক আন্দোলন হয়েছে কিন্তু আমরা প্রশাসনকে শক্ত কোন পদক্ষেপ নিতে দেখি নি। এতে করে সড়কে চলাচল দিন দিন আরও অনিরাপদ হয়ে পরেছে।

মিঠুন বিটিসি নিউজকে বলেন, এই সড়ক দুর্ঘটনা রোধে জনসচেনতা সৃষ্টি করতে আমি এ কাজটি করেছি। এতে হয়তো সড়কে ঝুঁকি কমবেনা তবুও পরিবহন চালক দের চোখে পড়বে। তিনি মনে করেন সড়ক দুর্ঘটনায় মৃত আত্মাদের রুদ্ধ কন্ঠস্বরের মতো তাদের করুণ চাহনির এক ছোট্ট প্রতিচিত্র হবে এই সতর্ক বাণী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.