নিজস্ব প্রতিবেদক:রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ শিমুল হত্যার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনের ভবনে সামনে অবস্থান নেয়। এসময় তারা শিমুল হত্যার সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে তদন্তের কোন অগ্রগতি নাই,এখনো মৃত্যুর সঠিক কারন নির্ণয় করা হয়নি।সঠিক তদন্তের আগেই বলা হয়েছে, শিমুল দুর্ঘটনায় মারা গেছে। ধাওয়া করার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী কলেজের (ডিগ্রির প্রথম বর্ষ ছাত্র শিমুল) শিমুল সুস্থ সবল ছিল,দাঁড়িয়ে কথা বলেছিল। তার পরেও তাকে কেন ধাওয়া করে মারা হলো এর জবাব প্রশাসনকে দিতে হবে।
এখানে স্পষ্ট বুঝা যাচ্ছে এটা হত্যাকান্ড জনিত মৃত্যু,এই হত্যাকাণ্ডকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাবির প্রশাসন কিছু ছেলেপেলে উস্কে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল কে প্রতিহত করার জন্য।
শিক্ষার্থীরা আরো বলেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ড শুধু শিমুলের পরিবারকেই নয়, পুরো শিক্ষার্থী সমাজকে শোকাহত করেছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।
রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, গত পরশুদিন রাজশাহী কলেজ শিক্ষার্থী শিমুলকে প্রক্টর নিজেও উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এতে আমরা রাজশাহী কলেজের সকল শিক্ষার্থী প্রতিবাদ জানাই। আমরা আন্দোলনে ডাক দিয়েছি, এখন প্রতিদিন চলবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেনো বাস জিরো পয়েন্ট, মণি চত্ত্বর, রাজশাহী কলেজ পার হতে দিব না। যারা হত্যাকাণ্ডে জড়িত সিসি ক্যামেরা দেখে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
প্রসঙ্গত:গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত অবস্থায় শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করছে, দুর্ঘটনায় আহত হয়ে শিমুল মারা গেছে। তবে শিমুলের স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিমুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ফারজানা ইসলাম, রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.