রাবিতে রাসিকের এসটিএস কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন

পিআইডি প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর বর্জ্য ব্যবস্থার আধুনিকায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আজ রবিবার (০৮ নভেম্বর) দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্যদ্বয় প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর প্রফেসর লুৎফর রহমান, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মেয়র এসটিএস এর কার্যক্রম ঘুরে দেখেন। (প্রেস বিজ্ঞপ্তি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.