রাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপ’র উদ্বোধন

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তৈরি নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপ’র উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) বেলা ১১টায় বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন ঘোষণা করেন বিভাগের সভাপতি অধ্যাপক এক্রাম উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক আমিনুর রহমান, সহকারী অধ্যাপক মাহমুদুল হক টুটুল, সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান, সহযোগী অধ্যাপক ফারহাত তাসনিম সহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

বিভাগ সূত্রে জানা যায় শিক্ষার্থীদের বানানো এই অ্যান্ড্রয়েড অ্যাপে থাকবে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠার ইতিহাস, বিভাগের বিগত সকল সভাপতি এবং শিক্ষক সহ বর্তমান কর্মরত সকল শিক্ষকদের তথ্য, প্রত্যেকের ব্লাড গ্রুপিং। বিভাগের সকল বর্ষের মার্ক ডিস্ট্রিবিউশন, সিলেবাস এবং প্রতি কোর্সে বুক রেফারেন্স সহ ক্লাস রুটিন।

এছাড়া বিভাগের গুরুত্বপূর্ণ বই ডাউনলোড অপশন, কর্মচারীদের নাম্বার, বিভিন্ন প্রজেক্টের ধারণা। বিশ্ববিদ্যালয়ের জরুরী নাম্বার সহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় লাইব্রেরীতে খুব সহজেই বই অনুসন্ধান করতে পারবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.