রাবিতে “মডার্ন কসমোলজি অ্যান্ড স্পেস টেকনোলজি” শীর্ষক সেমিনার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্পেস অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চ সেন্টারের (এসআরসি) আয়োজনে “মডার্ন কসমোলজি অ্যান্ড স্পেস টেকনোলজি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মিঠুন কুমার “রিমোর্ট সেন্সিং অ্যান্ড আর্থ অবজারবেশন” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

এছাড়াও “বিগ ব্যাং কসমোলজি” বিষয়ে অধ্যাপক সালেহ হাসান নকিব, “হাই পারফরম্যান্স কম্পিউটিং ইন সাইনটিফিক রিসার্চ” বিষয়ে অধ্যাপক আব্দুল সামস বিন তারেক এবং “টাইম-স্পেস কারভেচার অ্যান্ড থিউরি অফ গ্রাভিটেশন” বিষয়ে অধ্যাপক শিশির ভট্টাচার্য প্রশিক্ষণ প্রদান করেন।

এদিন বিকেল ৫টায় প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: তানভীর তুষার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.