রাবিতে নানা আয়োজনে মুজিবনগর দিবস পালিত

ছবি : সৈয়দ নাবিল

নিজস্ব প্রতিবেদক, রাবি : নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে পৃথক পৃথকভাবে শোভাযাত্রা, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাবি শাখা ছাত্রলীগ।

দিবসটি উপলক্ষে সকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যায়। সেখানে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য আনন্দ কুমার সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার এবং রাবির সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, ‘মুজিবনগর সরকার শুধু একটি সরকার নয়, এটি একটি স্বাধীন দেশের লালায়িত স্বপ্ন বাস্তবায়নের প্রতীক। মুজিবনগর সরকার সেই সময়ে অপরিহার্য ছিল।’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌসসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এদিকে, দিবসটি উপলক্ষে বেলা ১২টায় দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে তাদের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শেষ হয়। সেখানে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি আহমেদ সজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার ডন, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ, মেহেদী হাসান মিশু প্রমুখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.