রাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি চলছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ডাকা কর্মবিরতি টানা পঞ্চম দিনের মতো চলছে, যার ফলে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এতে শিক্ষার্থীদের মধ্যে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।
আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, উপ-উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তি এবং পোষ্যকোটা পুনর্বহালের আদেশ স্থগিতের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।
অন্যদিকে, কর্মকর্তা-কর্মচারীরা বুধবার দুপুরে ৭ দিনের জন্য তাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করে কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে পুনরায় আন্দোলনে নামবেন তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করছে এবং দ্রুত কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
শিক্ষকদের এই আন্দোলনের কারণে রাকসু নির্বাচনও স্থগিত হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, পিছিয়ে যাওয়া নির্বাচনের নতুন আচরণবিধি কার্যকর হবে এবং আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
চলমান অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.