BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাবিতে চালু হলো ই-কার্ট সার্ভিস

রাবিতে চালু হলো ই-কার্ট সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও অভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থা সহজ করতে চালু করা হয়েছে পরিবেশবান্ধব ই-কার্ট সার্ভিস।

রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (রুয়া) ব্যবস্থাপনায় এখন থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে মাত্র ৫ টাকা ভাড়ায় চলাচল করা যাবে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন-১ চত্বরে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই ই-কার্ট সার্ভিসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত ক্যাম্পাসে চলাচলের জন্য সুলভ পরিবহণের যে অভাব ছিল, এই ই-কার্ট চালুর ফলে তা লাঘব হলো।

জানা গেছে, প্রথম পর্যায়ে ৫টি ই-কার্ট দিয়ে এই সেবার যাত্রা শুরু হয়েছে এবং শীঘ্রই আরও একটি কার্ট বহরে যুক্ত হবে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ সাকিব আনজুম (কাজলা) গেট ও শহীদ আলী রায়হান (বিনোদপুর) গেট থেকে বিভিন্ন আবাসিক হল এবং একাডেমিক ও প্রশাসন ভবন রুটে এই গাড়িগুলো চলাচল করবে। প্রতি যাত্রায় শিক্ষার্থীদের ভাড়া গুনতে হবে ৫ টাকা। ভবিষ্যতে চাহিদা ও উপযোগিতা বিবেচনা করে ই-কার্টের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং পরিবহণ প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকার।

এছাড়াও রাকসু সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রুয়ার সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রফেসর মো. নিজাম উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর জে এ এম সকিলউর রহমান ও নির্বাহী সদস্য নূরুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ