রাবিতে গণহত্যার বিচাররের দাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারকীয় হামলা ও গণহত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে অবস্থান কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর অবস্থান কর্মসূচি গণহত্যাকারীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচির অংশ হিসাবে রা. বি. জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অবস্থান কর্মসূচি পালন করে।
ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল আলিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. এনামুল হক, প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, প্রফেসর ড. মো. রেজাউল করিম, প্রফেসর ড. মামুনুর রশীদ, প্রফেসর ড. মো. মতিয়ার রহমান, প্রফেসর ড. গোলাম সাদিক, প্রফেসর সাইফুল ইসলাম ফারুকী, প্রফেসর ড. আমজাদ হোসেন,
প্রফেসর ড. মো. ফজলুল হক, প্রফেসর সাজ্জাদুর রহিম সাজিদ, প্রফেসর ড. কুদরত-ই- জাহান, প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, প্রফেসর ড. সৈয়দ সরোয়ার জাহান,  প্রফেসর ড. এস এম কামরুজ্জামান, প্রফেসর ড. মো. খালেদুজ্জামান, প্রফেসর মাসুদুল হাসান খান, প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মো. সোহেল হাসান, প্রফেসর জি.এম শফিউর প্রমুখ।
ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমীরুল ইসলামের সঞ্চালনায় বক্তরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং বিগত ১৫ বছরের গুম, খুন, ধর্ষণ সহ সাম্প্রতিক নারকীয় গণহত্যার হুকুম দাতা খুনি শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচার ও শাস্তি বিধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.