রাবিতে ‘কলা অনুষদ ডিন’স অ্যাওয়ার্ড’ পেল ১২ শিক্ষার্থী

ছবি: সৈয়দ নাবিল

রাবি প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার আগ্রহ, প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘কলা অনুষদ ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছে ১২ শিক্ষার্থী। সোমবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপেক্স কনফারেন্স কক্ষে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।
২০১৬ সালের বি.এ/বি.পি.এ অনার্স পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সীমা খাতুন (দর্শন), সৈয়দ নাঈমুর রহমান সোহেল (ইতিহাস), ইরতিফা হাসান (ইংরেজি), মঞ্জু রাণী দাস (বাংলা), জান্নাতী কাওনাইন কেয়া (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), আবুল ফুতুহ (আরবি), আশরাফুল ইসলাম (ইসলামিক স্টাডিজ), জয়¯্রী পাল (সঙ্গীত), জিন্ত আরা গুলশানা মার্জিয়া (নাট্যকলা), কবিতা আক্তার (ফারসি ভাষা ও সাহিত্য), নাজরীনা আক্তার (সংস্কৃত), নূর মোহাম্মদ (উর্দু)।
কলা অনুষদের ডিন অধ্যাপক এফএম.এ.এইচ তাকীর সভাপতিত্বে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের কবিতা আক্তার, আরবি বিভাগের আবুল ফুতুহ।
এসময় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ইরানের খামেনী বিশ^বিদ্যালয়ের ফারসী ভাষা ও সাহিত্য বিভাগের ভ্রমন পরিদর্শক, বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানসহ কলা অনুষদভূক্ত বিভাগের শিক্ষকগন উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.