রাবিতে আরও দুটি মর্টার শেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার

বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভ‚মি এলাকায় পাওয়া গেছে আরও দুটি অবিস্ফোরিত মর্টারশেল ও একটি রকেট লঞ্চার।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পূর্ব দিকে খননকৃত নতুন পুকুরে শেল ও লঞ্চারটি দেখতে পান স্থানীয় বুধপাড়া এলাকার জুয়েল। বিষয়টি তিনি বধ্যভ‚মি পুলিশ বক্সের সদস্যের জানান।
পুলিশ জানায়, উক্ত সংবাদের ভিত্তিতে রাবি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কনস্টেবল জামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত মর্টার শেল এবং একটি রকেট লঞ্চার উদ্ধার করে পুলিশ পোস্টের কাছে নিয়ে আসেন। উদ্ধারকৃত মর্টার শেল ও রকেট লঞ্চারটি পুলিশ হেফাজতে আছে ।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান। তিনি বলেন, বধ্যভ‚মি পুলিশ বক্সের পুলিশ সদস্য রাম প্রথমে আমাকে বিষয়টি জানায়। এ সময় আমি মতিহার থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।
এর আগে গত মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় পরিত্যক্ত একটি মর্টার শেল রাবির শহীদ শামসুজ্জোহা হলের পার্শ্ববর্তী একটি পুকুরে পাওয়া যায়। পরে তা নিষ্ক্রিয় করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.