রাফির চার রেকর্ড হয়ে গেলো

বিটিসি স্পোর্টস ডেস্ক: জাতীয় সাঁতারে ব্যক্তিগত চার ইভেন্টের তিনটিতেই ব্যক্তিগত রেকর্ড গড়েছিলেন সামিউল ইসলাম রাফি। নৌবাহিনীর রিলে দলে হয়েও রেকর্ড গড়লেন তিনি।
মিরপুর সুইমিং কমপ্লেক্সের প্রতিযোগিতির তৃতীয় দিনে ২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে কাজল মিয়া, মাহমুদুন্নবী নাহিদ, ও আসিফ রেজার সঙ্গে তিনি গড়েন ৮ মিনিট ০০.৫১ সেকেন্ডের নতুন রেকর্ড।
গতবছর একই দল ৮ মিনিট ০৬.০১ সেকেন্ডের আগের রেকর্ডটি গড়েছিলেন।
রাফি বলেন, ‘ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলকেও সাফল্য এনে দিতে পেরে ভালো লাগছে। তাছাড়া রিলে ইভেন্টটি আমরা বেশ উপভোগ করেছি। এমনিতেই আমার টাইমিং ভালো হচ্ছে। পারফর‌ম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পেরে ভালো লাগছে।’
ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ, ৫০ ব্রেস্ট স্ট্রোকে একই সংস্থার সুকুমার রাজবংশী, ১০০ মিটার বাটার ফ্লাইয়ে নৌ বাহিনীর মাহমুদুন্নবী নাহিদ, ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌ বাহিনীর আসিফ রেজা সোনা জিতেছেন। মেয়েদের ইভেন্টে দুটি সোনা (৮০০ মিটার ফ্রি স্টাইল ও ১০০ মিটার বাটারফ্লাই) জিতেছেন নৌ বাহিনীর সোনিয়া আক্তার।
এছাড়া নৌবাহিনীর ৫০ মিটার ফ্রিস্টাইলের পর যুথী আক্তার অ্যানি, সোনিয়া খাতুন ও সোনিয়া আক্তারের সঙ্গে জিতেছেন ২০০ মিটার ফ্রি স্টাইল রিলের সোনা। সেনা বাহিনীর মুক্তি খাতুন জিতেছেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক।
সোমবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৩২টি ইভেন্টে। বাংলাদেশ নৌ বাহিনী ২৪টি ও বাংলাদেশ সেনা বাহিনী ৮টি সোনা জিতেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.