রাফাহতে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত-৬

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে। চারদিন আগে গাজার উত্তরাঞ্চলে শুজাইয়াতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনীর ট্যাংক। বাসিন্দারা জানান, ট্যাংক থেকে বিভিন্ন বাড়ি লক্ষ্য করে গোলা ছোড়া হয়। এতে করে অনেক পরিবার আটকা পড়ে যায় এবং তাদের বের হয়ে আসার কোনো পথ নেই।
জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে শুজাইয়া থেকে ৬০ থেকে ৮০ হাজারের মতো লোক ঘরছাড়া হয়েছে।
৫০ বছর বয়সী শিহাম আল-শাওয়া বলেন, যারা এখানে এখনো আমাদের মতো যারা আছি, আমাদের জীবন নরকে পরিণত হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.