রাফায় অভিযান চালাতে অটল নেতানিয়াহু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফাতে সামরিক অভিযানের তারিখ নির্ধারণ করা হয়ে গেছে। সোমবার (৮ এপ্রিল) এক ভিডিও বার্তায় বিস্তারিত না জানিয়ে তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর গাজায়। এই শহরে এখন প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন। বেশিরভাগ ফিলিস্তিনি গাজা অপর এলাকা থেকে উচ্ছেদ হয়ে এখানে আশ্রয় নিয়েছেন।
রাফায় সামরিক অভিযান সম্পর্কে নেতানিয়াহু বলেছেন, এটি ঘটবে। তারিখ ঠিক হয়েছে।
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলেছিল, গাজায় সামরিক অভিযান পরিচালনা করা হবে ভুল। ওয়াশিংটনের পক্ষ থেকে সেখানকার বেসামরিকদের সুরক্ষায় বিশ্বাসযোগ্য পরিকল্পনা হাজির করার দাবি জানানো হয়েছিল।
নেতানিয়াহু এমন সময় এই মন্তব্য করলেন যখন মিসরের কায়রোতে গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি সমঝোতার বিষয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় আলোচনা চলছে। ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা কায়রোতে উপস্থিত রয়েছেন।
রবিবার দক্ষিণ গাজার আরেক শহর খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, এতে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ধাপের অবসান হলো।
তবে প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, রাফায় অভিযানের প্রস্তুতি নিতে ইসরায়েলে সেনাদের পুনরায় সংগঠিত করছে।
সোমবার অনেক ফিলিস্তিনি খান ইউনিসে ফিরে এসেছেন। তারা বলছেন, শহরটি বসবাসের উপযুক্ত নয়। ফলে খুব সহজেই তারা সেখানে ফিরতে পারবেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.