রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার আজম মুন্নার প্রার্থীতা বৈধ্য

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগায়ের রানীশংকৈল দিত্বীয় পর্যায়ে উপজেলা র্নিবাচন-২০১৯ খ্রিঃ হাইকোটের আদেশে প্রার্থীতা ফিরে পেয়ে নেতাকর্মি ও সর্মথকদের কাছে আবেগে আপ্লুত মুন্না।

প্রার্থী মুন্নার ভোটার তালিকায় ক্রুটির অভিযোগ তুলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার আজম মুন্নার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন গত ২০ ফেব্রুয়ারি যাচাই বাছাই কালে বাতিল করেন জেলা নির্বাচন রিটানিং কর্মকর্তা। প্রার্থীতা ফিরে পেতে হাইকোটে আপিল করে শাহরিয়ার আজম মুন্না। এ আপিলের প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি হাইকোটের ডিভিশনাল বেঞ্চের বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের যৌথ শুনানী করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার আজম মুন্নার বাতিল হওয়া মনোনয়ন বৈধ ঘোষনা করেন। এবং তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা রিটানিং কর্মকর্তাকে নির্দেশ দেন।

মুন্নার মনোনয়ন পত্র বৈধ ঘোষণার খবরে রানীশংকৈল উপজেলার নেতাকর্মি ও সর্মথকরা আনন্দে ফেটে পড়ে। গত ২৭ ফেব্রুয়ারি মুন্নার ঢাকা হতে ফেরার খবর পেয়ে বিভিন্ন এলাকা হতে হাজারও সমর্থক মুন্নাকে দেখতে রানীশংকৈল উপজেলা চত্ত¦রে জমায়েত হন। পরে শিবদীঘি পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন মানুষের কাছে দো’য়া চান।

জানা গেছে, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে শাহরিয়ার আজম মুন্না প্রায় ২৬ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.