রানীশংকৈলে স্থল বন্দর চালুর দাবিতে ‘মানববন্ধন ও লং মার্চ’ 

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধর্মগড় দেবীগঞ্জ স্থাল বন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটি’র আয়োজনে ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর সীমান্ত পাকিস্তান আমলে বন্ধ হওয়া স্থলবন্দরটি পুন:রায় ঘোষনা ও চালুর দাবীতে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন কমিটি উপজেলার চেকপোস্ট বাজারে এটি চালুর দাবিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন উপজেলাবাসী। পরে স্থল বন্দর চালুর দাবিতে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনেও মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে ধর্মগড়- দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য দেন, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও আ’লীগ নেতা আব্দুল কাদের, ধর্মগড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, ধর্মগড় দেবীগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোটের এ্যাডভোকেট মেহেদি হাসান শুভ প্রমূখ। এছাড়াও সাংবাদিকসহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য দেন।
জানা যায়, এক সময় রানীশংকৈলের এ  চেকপোস্ট ও স্থলবন্দরটি সক্রিয়ভাবে চালু ছিল। প্রায় প্রতি বছরই সীমান্তে দুই বাংলার মানুষের মিলন মেলা বসে। স্থলবন্দরটি পুনরায় চালু হলে এপার এবং ওপার বাংলার সামাজিক, সাংস্কৃতিক, বানিজ্যিক ও চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে এলাকাবাসি ও সচেতনমহল ধারণা করছেন।
বক্তব্য শেষে রাণীশংকৈল উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের হাতে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। 
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.