রানীশংকৈলে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার মিরডাঙ্গী স্কুল মাঠে বিভিন্ন সময় সহায়তাকারী আনসার ভিডিপি ও প্রতিরক্ষা সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
জানা যায়, বিভিন্ন সময় বিভিন্ন কাজে সহায়তাকারি  আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের একশত পঞ্চাশ জন মহিলা ও একশ পঞ্চাশ জন পুরুষ মিলে মোট ৩শত জনের প্রত্যেককে ৫ কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ,১ কেজি সোয়াবিন তৈল, সাবান ও ১ টি করে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সহকারি পরিচালক আ: হ: মো: নূরুল কবির।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও কোম্পানী কমান্ডার মামুন অর রশিদ, ঠাকুরগাঁও সদর উপজেলা আনসার ও ভিভিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, রাণীশংকৈল উপজেলা আনসার ও ভিভিপি কর্মকর্তা আবুল কাসেম, আনসার ভিডিপি ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা সাহেরা খাতুন ও কুদরত-ই-খুদা প্রমূখ।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও জেলায় পনেরো শত  আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.