রানীনগরে বিয়ের প্রলোভনে যুবতিকে ধর্ষণ : ধর্ষক আটক


নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগরে বিয়ের প্রলোভন দিয়ে যুবতিকে ধর্ষণের ঘটনায় ধর্ষক হাফিজুর রহমানকে (২৭) আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হাফিজুর রহমান গ্রামের সহিম উদ্দীন মন্ডলের ছেলে। যুবতিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, গত চার বছর আগে ভুক্তভোগীর পরিবার স্ব-পরিবারে ঢাকায় গিয়ে পোশাক কারখানায় কাজ শুরু করে। এর মধ্যে ভুক্তভোগী পরিবারের ভাগ্নে হাফিজুর রহমান ঢাকায় গিয়ে তাদের ভাড়া বাসায় ওঠে।

ওই বাসায় প্রায় আড়াই বছর একসঙ্গে থাকার এক পর্যায়ে ওই মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। গত ৯ জুন রাতে ভুক্তভোগীর স্ব-পরিবার গ্রামের বাড়ী রানীনগরে ফিরে আসে। পরেরদিন হাফিজার রহমান মামার বাড়ীতে গিয়ে জানায়, আনুষ্ঠানিক ভাবে কালই তার মেয়েকে বিয়ে করবে।

বিয়ের এমন আশ্বাসে আবারও ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে ভোর রাতে পালিয়ে যায়। এরপর ভুক্তভোগীর পরিবার হাফিজুরের সাথে যোগাযোগ করলে সে বিয়ে করতে অস্বীকার করে। ন্যায় বিচারের আশায় আদালতে মামলা দায়ের করলে থানা পুলিশকে মঙ্গলবার (১ অক্টেবার) তাকে আটক করে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বিটিসি নিউজকে বলেন, আজ বুধবার হাফিজার রহমানকে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরন করা হয়েছে। ভুক্তভোগী যুবতিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.