রাতের আধারে ধানের শীষের প্রার্থী মিনুর ফেস্টুন হাতে বৈদ্যুতিক খুঁটিতে মহিলাকর্মীরাও

নিজস্ব প্রতিবেদক‘আমাদের রাজশাহীতে বিএনপির পুরুষ নেতা কর্মীর পাশাপাশি আজকাল মেয়েরাও পোস্টার লাগাতে ব্যস্ত ? নাকি পুরুষরা অবসরে যাচ্ছেন?’- কথাগুলো বেশ ক্ষোভের স্বরেই বলছিলেন রাজশাহী নগরীর সপুরা ১৫ নং ওয়ার্ড এলাকার নাম  প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা।

নির্বাচনী প্রচারণায়  বিএনপি মহিলাদলের  কর্মীদের বৈদ্যুতিক খুঁটিতে উঠতেও সংকোচ বোধ করছেনা! ভোটের মিছিল মিটিং এ মহিলাদের উপস্থিতি যথেষ্ট চক্ষুগোচর হয়। তবে সেটা যে ফেস্টুন টাঙ্গানোতেও দৃশ্যমান হবে সেটি শুনেই অবাক হচ্ছেন নগরীর সপুরা গোরস্থান পাড়া এলাকার বাসিন্দারা।

নির্বাচনে জয়ী হতে নানান কৌশলে প্রচারণা চালাচ্ছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ধানের শীষের গান তৈরি করে, ছন্দ বানিয়ে প্রচার, বিভিন্ন শ্রেনীপেশার মানুষের কাছে পোস্টার দিয়ে প্রচার, মাজার জিয়ারত করে প্রচার ইত্যাদি।

তবে সেই কর্মসূচিতে মহিলাদের ফেস্টুন টাঙ্গাতে হবে? তাও আবার রাত্রিবেলা?  বিষয়টা শুনেই অবাক হচ্ছেন অনেক জনসাধারণ।
এটি রাজশাহী নগরীর সপুরা ১৫ নং ওয়ার্ড এলাকার ঘটনা।

গতকাল রাত সাড়ে নয়টা। নগরজুড়ে প্রচারণা তুঙ্গে। ভোটের গল্পও নগর বন্দর, হোটেল-রেস্টুরেন্ট সর্বত্র। সে সময় একদল মহিলা মইয়ে চড়ে বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন টাঙ্গাতে ব্যস্ত!  ফেস্টুনগুলো  ধানের শীষের। রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর।

২০-২৫ বছর বয়সের কয়েকজন মহিলা মিনুর কাজে ব্যস্ত। একজন মই ধরে আছেন, আরেকজন মই দিয়ে উপরে উঠেছেন, অপর আরেকজন ফেস্টুনগুলো হাতে ধরিয়ে দিচ্ছেন!

রাতে ফেস্টুন আর মই নিয়ে এমন দৃশ্য দেখে থমকে দাঁড়িয়েছেন পথচারীরা। কানাঘুষা করছেন আর বলছেন, রাজশাহীর  বিএনপিতে মহিলা কর্মীরাও পিছিয়ে নেই!

ফেস্টুন টাঙ্গাতে ব্যস্ত মহিলারা বলছেন,  ছেলেরা পারলে আমরা কেন পারব  না? তাই নিজেই মই দিয়ে উঠেছি।দলকে ভালবাসি,দলের জন্য কাজ করছি।

বিএনপি নেতাকর্মীদের দাবি,এটা বেগম খালেদাজিয়ার প্রতি ভালবাসার নমুনা মাত্র।

তবে বিষয়ে জানতে চাইলে বিএনপির  প্রধান নির্বাচনী এজেন্ট মোঃ ওয়ালিউল হক রানা বিটিসি নিউজকে বলেন,  এটা দলের প্রতি ভালবাসা।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মহিলাদলের কর্মীরা কাজ করছে।

এক প্রশ্নের জবাবে  দলীয় কাজে সবাই একাত্মতা পোষণ করে কাজ করছে  বলেও জানান এই বিএনপি নেতা।

তবে এভাবে রাতের বেলা মেয়েদের দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ফেস্টুন টাঙ্গানো  বিষয়ে কোনো বিধিনিষেধ আছে কি না?  জানতে চাইলে রাজশাহী জেলা নির্বাচন কমিশনের উপসচিব ফরিদুল আলম বিটিসি নিউজকে জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো বিধি নিষেধ নেই। তবে প্রার্থীরা প্রচারণা দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত করতে পারবেন।

অপরদিকে সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের  প্রচারণায় ব্যস্ততায়  রাজশাহী নগরীর রাস্তাঘাটও যেন  ব্যস্ততায় ক্লান্ত হয়ে গেছে! নির্বাচনী প্রচারণার মাইকের উচ্চ শব্দে অস্বস্তিতে পড়েছেন বলে  অনেক ছাত্রছাত্রী অভিযোগ জানিয়েছেন। অবশ্য অনেকে মাইকের শব্দে বাধ্য হয়ে ‘কানে’ আঙ্গুল ঢুকিয়ে পথচলতেও দেখা গেছে!

কয়েকজন শিক্ষার্থী ক্ষোভের স্বরে বিটিসি নিউজকে জানান, অতিমাত্রায় মাইক বাঁজানোর ফলে প্রাইভেটে যেতেও ইচ্ছে করছেনা।রাস্তায় এত শব্দ থেকে বাসায় গিয়ে পড়ালেখাতেও মন বসছেনা। ফলে বাইরে বের হলে হাতদ্বয়ের দুই আঙ্গুল থাকছে ‘দুই কানে’!

তবে সবকিছু ছাপিয়ে আগামী ৩০ শে ডিসেম্বর শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হবে সেটাই জনসাধারণের প্রত্যাশা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.