রাতভোর তুমুল বৃষ্টিতে শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত

কলকাতা (ভারত) প্রতিনিধি: এই মরশুমের এটাই ভারী বৃষ্টিপাত বলা যায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আবহাওয়ার খবর অনুযায়ী জোরা ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ঘন্টা ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সকাল থেকেই কম বেশী বৃষ্টিপাত হয়ে চলেছে কলকাতা সহ জেলাগুলিতে।রাতের দিকে ভারী বষর্ণে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়।
পুর কর্তৃপক্ষের তরফ থেকে পাম্প চালিয়ে জল নামানো হচ্ছে। কোথাও কোথাও নীচুতলার বাড়ীঘর জলমগ্ন অবস্থায় রয়েছে।
হুগলী ও দীঘাতে জলচ্ছাষ দেখা গেছে। পর্যটকদের সমুদ্রে নামা ও স্নান করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.