রাণীশংকৈলে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা   

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আজ বৃহস্পতিবার  (২২ এপ্রিল) চলমান করোনা ভাইরাস রোধে সরকারি নিষেধ অমান্যকরে লকডাউনের সময় দোকান পাট খোলা রাখায় ৪ জন দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
এ উপলক্ষে এদিন বিকালে পৌর শহরে অভিযান চালিয়ে ৫ টি মামলায় ৪ দোকান ব্যবসায়ীকে ৬২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি  গরীর,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
এ সময় ইউএনও অফিসের কর্মচারি, আনসার সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.